কর্মবিরতিতে সিলেট মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা

প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ , আগস্ট ২২, ২০২৩

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের উপর রোগীর স্বজনদের হামলা ও ভাংচুরের প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন ইন্টার্ন চিকিৎসকরা।

সোমবার সকাল থেকেই কর্মবিরতি পালন শুরু করেন তারা। এর আগে গেল রাতে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালে হামলার ঘটনা ঘটে। এসময় কয়েকজন ইন্টার্ন চিকিৎসক আহত হন।

ঘটনার পরপরই কর্মবিরতি পালনের ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসকরা। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় এতে ভোগান্তি বাড়লেও চিকিৎসা সেবায় কোন প্রভাব পরবে না ।

এদিকে অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহারে হাসপাতাল কর্তৃপক্ষ দু’দফা বৈঠক করলেও কোন সুরাহা হয়নি।

Loading