বেনাপোল ও শার্শায় আ.লীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ণ , আগস্ট ১৫, ২০২৩

বাংলাদেশের স্থপতি বাঙ্গালী জাতীর গৌরব বাংলার বীরপুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎ বার্ষিকীতে বেনাপোল পৌরসভার ৯টি ওয়ার্ড , বেনাপোল স্থলবন্দর, ও শার্শা উপজেলার সর্বত্র যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

শোক দিবস উপলক্ষে সারাদিন ব্যাপি মিলাদ মাহফিল, আলোচনা সভা, চিত্র প্রদর্শনী ও কাঙালি ভোজের আয়োজন করে শার্শা উপজেলা আওয়ামী লীগসহ তার বিভিন্ন অঙ্গ সংগঠন।

মঙ্গলবার ১৫ই আগস্ট সকালে শার্শা উপজেলার প্রশাসনের উদ্দোগে সকালে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বঙ্গবন্ধুর জীবনী ভিক্তিক আলোচনা সভা ও বঙ্গবন্ধুর পরিবারের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

এদিকে জাতীয় শোক দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে দুপুর ২টায় বেনাপোল পৌরসভার ৫নং দীঘিরপাড় ওয়ার্ড আওয়ামীলীগ কর্তৃক আয়োজনে ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল হক খোকন সভাপতিত্বে ও কাউন্সিলর আজিম উদ্দীন গাজীর পরিচালনায় আলোচনা সভা,দোয়া অনুষ্ঠান ও দূস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

বিকাল ৪ টার সময় বেনাপোল পৌর শ্রমিকলীগ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক আখতারুজ্জামানের সঞ্চালনায় ও শ্রমিক লীগের আহবায়ক মোঃ রাজু আহম্মেদের সভাপতিত্বে স্থলবন্দরের ২২ নং শেডে আমদানী ও রপ্তানী মাঠে বিশাল প্রমিক সমাবেশ দোয়া অনুষ্ঠান ও শ্রমিকদের মাঝে খাবার বিতরণ করা হয়।

এরপর বিকাল ৫ ঘটিকার সময় শার্শা ইউনিয়ন আওয়ামী লীগের ১,২,৭,৮ ও ৯ ওয়ার্ড আওয়ামীলীগের উদ্দ্যোগে নাভারন ডিগ্রী কলেজ মাঠে শার্শা ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী-যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেনের সঞ্চালনায় ও শার্শা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোরাদ হোসেনের সভাপতিত্বে শোক সভা,দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে আগত নেতা-কর্মী, সাধারণ জনগনের মাঝে কাঙ্গালী ভোজের খাবার বিতরণ করা হয়৷

সবশেষে সন্ধ্যা ৬ ঘটিকার সময়,শার্শা ইউনিয়ন আওয়ামী লীগের ৩,৪,৫ ও ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ কর্তৃক আয়োজনে শার্শা বাজার মেইন সড়কের পাশে শার্শা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাওছার আলী সভাপতিত্বে বিশাল আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও খাবার বিতরণ করা হয়। এতে বিপুল সংখ্যক সাধারণ জনগণ উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্য মনোযোগ দিয়ে শুনেন ৷

শার্শা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বেনাপোল স্থল বন্দর ও শার্শা উপজেলায় সারাদিনব্যাপী জাতীয় শোক দিবসের প্রতিটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা থেকে বারবার নির্বাচিত,শার্শার মা মাটি মানুষের হৃদয়ের স্পন্দন, বিশিষ্ট শিল্পপতি, জননন্দিত জননেতা শেখ আফিল উদ্দিন এমপি ৷
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, উপজেলা আ.লীগের সহ সভাপতি ও যশোর জেলা পরিষদের সদস্য সালেহ আহমেদ মিন্টু, বেনাপোল পৌরসভার মেয়র ও বেনাপোল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূইয়া,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল ও আসাদুজ্জামান বাবলু,বেনাপোল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান, বেনাপোল পৌরসভার ৮টি ওয়ার্ডের নব-নির্বাচিত কাউন্সিলর বৃন্দ, শার্শা ইউপি চেয়ারম্যান কবির উদ্দিন আহমেদ তোতা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও এমপির সহকারী আসাদুজ্জামান আসাদ, বেনাপোল পৌর আওয়ামী লীগের সভাপতি এনামুল হক মুকুল, শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ, যশোর পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি নজরুল ইসলাম, শার্শা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান,শার্শা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শফিকুল ইসলাম মন্টু, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি আলী কদর সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক মহাতাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মনিরুজ্জামান ঘেনা, প্রচার সম্পাদক আকবার আলী, সাবেক চেয়ারম্যান নওশের আলী, যুবলীগ নেতা ফারুক হোসেন উজ্জল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সর্দার, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রাসেল, সাংগঠনিক সম্পাদক আল-আমিন রুবেল, পৌর যুবলীগের আহবায়ক আহাদুজ্জামান বকুল, যুগ্ম আহ্বায়ক জসীম উদ্দিন,বেনাপোল পৌর স্বেচ্ছা সেবকলীগের সভাপতি জুলফিকার আলী মন্টু ও সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি আল মামুন জোয়াদ্দার, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমানসহ শার্শা উপজেলা আওয়ামী লীগের ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।

এসময় প্রধান অতিথি এমপি শেখ আফিল উদ্দীন জনাকীর্ণ এসব বিশাল জনসভায় বলেন, ১৫ই আগস্ট ১৯৭৫ এর ঘটনা এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন আদর্শের দিক নিয়ে বিশদ ভাবে আলোচনা করেন। এভাবে একজন রাষ্ট্র প্রধানকে হত্যা করার মতো ইতিহাস দ্বিতীয়টি আর নেই। বঙ্গবন্ধুর আদর্শকে সামনে রেখে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে চলেছেন। আগামী দিনে উন্নয়নের ধারাকে ত্বরান্বিত করতে আগামীতে সংসদ নির্বাচনেও বর্তমান সরকারের উপর ভরসা রাখার অনুরোধ জানান।

আওয়ামী লীগ সরকারের আমলে এখন আর সারের জন্য কৃষক মরে না,বিদ্যুতের জন্য বাংলার জনগণকে অন্ধকারে থাকা লাগে না। এই সরকারের আমলে শার্শা উপজেলায় আমূল উন্নয়ন করা হয়েছে। সমগ্র বাংলাদেশের উন্নয়ন করাকে প্রয়াত রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল, তার সেই স্বপ্ন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর পরিশ্রমের মাধ্যমে বাস্তবায়ন করছে।

উপস্থিত নেতাকর্মী ও জনগনকে উদ্দেশ্য করে বলেন আপনারা সাক্ষী আছেন সমগ্র শার্শা উপজেলায় কত পরিমান উন্নয়নের কাজ আমি আফিল উদ্দিন করেছি। রাস্তাঘাটসহ সকল স্থাপনায় আমার ছোঁয়া লেগে আছে। শতভাগ বিদ্যুতায়ন কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে আপনাদের ভোটে তৃতীয়বারের মতো নির্বাচিত হয়ে আগামীতেও আপনাদের পাশে থেকে সেবা করতে চাই।

Loading