‘বঙ্গবন্ধু হত্যার পলাতক আসামিদের ফেরাতে জোর তৎপরতা চলছে’

প্রকাশিত: ১:০২ অপরাহ্ণ , আগস্ট ১৫, ২০২৩

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের হত্যার বিদেশে পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার জোর তৎপরতা চালানো হচ্ছে।

তাদের শাস্তি কার্যকরের জন্য খুনিদের দেশে ফিরিয়ে আনাটাই আবশ্যক বলেও তিনি জানান।

আজ মঙ্গলবার সকালে শোক দিবস পালনের আনুষ্ঠানিকতা শুরুর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
এর আগে মন্ত্রী কালিয়াকৈর উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৫ আগস্টের শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।

Loading