কপিলমুনিতে হত্যার হুমকির অভিযোগে এক লোহা ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

মিলন দাশ মিলন দাশ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ , আগস্ট ১৩, ২০২৩

কপিলমুনিতে এক লোহা ব্যবসায়ীকে হত্যার হুমকি ও তার ব্যবসা প্রতিষ্ঠানে নিরাপদে ব্যবসা করতে বাধা দেয়ার অভিযোগ উঠেছে আর এক লোহা ব্যবসায়ীর বিরুদ্ধে। এমন গুরুতর অভিযোগ এনে রবিবার দুপুর ১২ টায় কপিলমুনি প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন কপিলমুনি বাজারের লোহাপট্টীর ব্যবসায়ী গৌর কর্মকার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গৌর কর্মকার বলেন, দীর্ঘ ৩০-৩৫ বছর ধরে তিনি সেখানে শান্তিপূর্ণভাবে লোহার তৈরি কৃষি ও ঘর গৃহস্থলীর নানা সরঞ্জম বিক্রি করে আসছেন। একই পট্টীতে অন্য একটি দোকানে পংকজ কর্মকার লোহার তৈরি নানা সরঞ্জম বিক্রি করে থাকে। পংকজ কর্মকার সপ্তাহে সব দিন দোকান খোলা রেখে ব্যবসা চালিয়ে গেলেও আমাকে দোকান খুলতে দেওয়া হয় না। শুধু আমি নই এই লোহাপট্টীতে আরও  ৭ টি  লোহার দোকান রয়েছে সে গুলোও সপ্তাহে বৃহস্পতি ও রবিবার হাটের দিন ছাড়া খুলতে দেওয়া হয় না। পংকজ কর্মকার ও তার ছেলে রামপ্রসাদ কর্মকার আমাকে সহ অন্যান্য দোকানীদের উপর পেশী শক্তি প্রদর্শণ ও ভাড়াটিয়া মাস্তানদের দিয়ে প্রভাব খাটিয়ে চলেছে। সপ্তাহে বৃহস্পতি ও রবিবার ছাড়া অনেকে তাদের পিতা পুত্রের ভয়ে দোকান খোলেনা। দোকান খুললে তারা অশ্রাব্য ভাষায় গালিগালাজ সহ মারমুখি আচারণ করে। অধিক ব্যবসায়ী মুনাফা লাভের জন্য পংকজ কর্মকার সপ্তাহে হাটের দুই দিন বাদে অন্যান্য দিন কাউকে দোকান খুলতে দেয় না। তারা পিতা-পুত্র লোহা পট্টীর ব্যবসায়ীদেরকে জিম্মি করে রেখেছে বলে তিনি জানান। জনাকীর্ণ ওই সংবাদ সম্মেলনে তিনি বলেন গত ১০ আগস্ট  বিকাল ৩ টার দিকে আমার দোকানের সামনে পংকজ কর্মকার ও তার ছেলে রামপ্রসাদ কর্মকার আকষ্মিক আমাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে। গালিগলাজের কারণ জানতে চাইলে পংকজ কর্মকার ও রামপ্রসাদের নির্দেশে নাছিরপুর গ্রামের মৃত আব্দুল্লাহ মোড়লের ছেলে আকাশ মোড়ল (৩০) হত্যার উদ্দেশ্যে আমার গলায় দা ধরে। এসময় আমার চিৎকারে পাশের দোকানদার বিধান শীল, ভোলানাথ শীল,শেখর শীল, প্রকাশ কর্মকার, গনেশ কর্মকার, ষষ্টি কর্মকার ও শৈলেন রায় সহ অনেকে এগিয়ে এসে আমাকে উদ্ধার করে। এ ঘটনার পরদিন ১১ আগস্ট পংকজ, রামপ্রসাদ ও আকাশের নামে পাইকগাছা থানায় একটি জিডি করি। যার নং- ৫৬৫। শুধু এই নয় গত ০৪/০২/২৩ তারিখে পংকজ ও তার ছেলে রামপ্রসাদের ইঙ্গিতে তাদের ভাড়া করা কিছু লোকজন আমার দোকান জবর দখল করার চেষ্টা করলে পাশের দোকানিদের ভ‚মিকার কারণে তা ব্যর্থ হয়। এছাড়া রামপ্রসাদ কর্মকার আমাদের ঘরোয়া রাস্তায় একাধিকবার তার মোটরবাইকে আমাকে চাপা দেওয়ার চেষ্টা করে। এ দিকে থানায় জিডি করার পর পংকজ ও তার ছেলে অগ্নিমূর্তি ধারণ করেছে। তারা আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। বর্তমানে আমি তাদের ভয়ে  দোকান থেকে বাড়িতে একা আসা যাওয়া করতে পারছি না। তাদের অব্যাহত হুমকিতে আমি ও আমার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। পংকজ ও তার ছেলের ষড়যন্ত্র এবং তাদের ভাড়াটিয়া মাস্তান বাহিনীর হাত থেকে রক্ষার পাশাপাশি নিরাপদে ব্যবসা করার জন্য খুলনা জেলা পুলিশ সুপার মহোদয় সহ পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সদয় দৃষ্টি আকার্ষণ করছি।

Loading