চকরিয়ায় বাড়ির সেপটিক ট্যাংক পরিস্কার করতে গিয়ে পিতা-পুত্র ৩ জনের মর্মান্তিক মৃত্যু নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ , আগস্ট ১০, ২০২৩ চকরিয়ায় বাড়ির সেপটিক ট্যাংক পরিস্কার করতে নেমে পিতা ও ২ পুত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের বহদ্দারকাটা ৪নং ওয়ার্ড এলাকায়। জানা গেছে, বাড়ির সেপটিক ট্যাংকে ছোট ভাই পড়ে গেলে বড় ভাই তাকে উদ্ধারের জন্য যায়। এর পর তাদের বৃদ্ধ পিতা তাদের উদ্ধারে যান। দুই সহোদরের ঘটনাস্থলে মৃত্যু হয় এবং পিতাকে চট্টগ্রাম মেডেকেলে নেয়ার পর মৃত্যু হয়। নিহতার হলেন, বৃদ্ধ পিতা আনোয়ার হোসেন (৮০) তার বড় ছেলে শাহাদত হোছাইন (৫০) ও ছোট ছেলে চকরিয়া আনোয়ারুল উলুম কামিল মাদ্রাসা এর মেধাবী ছাত্র শহিদুল ইসলাম (২২) তিনজনেরই করুণ মৃত্যু হয়েছে। নিহতরা চট্টগ্রামের শুলকবহর মাদরাসার শিক্ষক ক্বারী মাওলানা মঞ্জুর এর পিতা ও সহোদর বলে জানা গেছে। -ইনকিলাব শেয়ার কক্সবাজার বিষয়: