রামগড়ে আশ্রয়ণের ঘর পেল ৬৫টি ভূমিহীন পরিবার বাহার উদ্দিন বাহার উদ্দিন রামগড় প্রতিনিধি প্রকাশিত: ১১:৪২ অপরাহ্ণ , আগস্ট ৯, ২০২৩ খাগড়াছড়ির রামগড়ে আশ্রয়ণের ঘরে ঠাঁই হল ৬৫টি ভূমিহীন পরিবারের। এর আগে এ প্রকল্পের আওতায় ৪৭৬ টি ভূমিহীন ও গৃহহীন দুঃস্থ পরিবারকে দ্বি কক্ষ বিশিষ্ট সেমিপাকা ঘর ও দুই শতক জমির দলিল দেওয়া হয়েছে। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে সারা দেশে একসাথে ভার্চুয়ালী আনুষ্ঠানিকভাবে এসব ঘর হস্তান্তর অনুষ্ঠানের উদ্ভোদন করেন। বুধবার সকালে রামগড় উপজেলা সম্মেলন কক্ষে নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মানস চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত গৃহ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী ।এসময় রামগড় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাতাছড়া ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম আলমগীর,সদর ইউপি চেয়ারম্যান মোঃ শাহ আলম মজুমদার, উপজেলা ভাইস চেয়ারম্যান হাছিনা আক্তার, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নজরুল ইসলামসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি গণমাধ্যম কর্মী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। ইউএনও (ভারপ্রাপ্ত) মানস চন্দ্র দাস জানান,৪র্থ পর্যায়ে দ্বিতীয় ধাপে রামগড় পৌরসভার হকটিলা নামক এলাকায় ৩৭ টি, রামগড় ইউনিয়নে ২৩ টি ও পাতাছড়া ইউনিয়নে ৫ টি নির্মিত ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হল। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রামগড়ে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ১ম, ২য়, ৩য় ও ৪র্থ পর্যায়ে ১ম ধাপে মোট ৪৭৬ টি ভূমিহীন ও গৃহহীন দুস্থ পরিবারকে দ্বি কক্ষ বিশিষ্ট সেমি পাকা ঘর ও দুই শতক ভূমির দলিল দেয়া হয়। উপজেলায় দ্বিতীয় ধাপের ৬৫ টি সহ ৫৪১পরিবার আশ্রয়ন প্রকল্পের ঘরে ঠাঁই পেল। শেয়ার খাগড়াছড়ি বিষয়: