পাইকগাছায় চিংড়ি ঘেরে ভাসমান অবস্থায় যুবকের লাশ উদ্ধার

মিলন দাশ মিলন দাশ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ , আগস্ট ৯, ২০২৩

পাইকগাছা চিংড়ি ঘের থেকে ভাষমান অবস্থায় বিশ্বজিৎ সানা নামে এক যুবকের লাশ পুলিশ উদ্ধার করেছে।

উপজেলার সোলাদানা ইউনিয়নের আমুরকাটা গ্রামের মৃত্য মনোরজ্ঞন সানার ছেলে বিশ্বজিৎ সানা (৩০) নামে এক যুবক গত রোববার রাতে বাড়িতে ঘুমিয়ে ছিলো। সকালে তাদের পরিবারে লোক জন উঠে তাকে বাড়িতে পায়নি। সে থেকে বিভিন্ন জাগায় তাকে খোঁজা খুজি করছিল । বুধবার সকাল সাড়ে সাতটার দিকে সুশান্ত নামে এক ব্যক্তি পাশ্ববর্তী পঙ্কজ সরদারের চিংড়ি ঘেরে ভাসতে দেখে বিশ্বজিৎ এর লাশ। তার পরিবারকে জানালে তারা পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। লাশের সুরত হাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। উপ-পুলিশ পরিদর্শক আনজির হোসেন বলেন, এলাকাবাসী জানায় বিশ্বজিৎ বিভিন্ন চিংড়ি ঘের থেকে রাতে চুরি করে মাছ মারতো। কোননা কোন ঘেরে মাছ ধরতে গেলে তার পিটিয়ে মেরে ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ও সহকারী পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছে। অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান পুলিশ পরক্রিয়া ও চুরির ঘটনা মাথায় নিয়ে তদন্ত করছে। এ ব্যপারে  থানায় মামলা হয়েছে।

Loading