ধামরাইয়ে বঙ্গমাতার ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ।

প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ , আগস্ট ৮, ২০২৩

ঢাকার ধামরাই  উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক আয়োজনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী  উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান আজ মঙ্গলবার উপজেলা মিলায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকির সভাপতিত্বে ও সমাজ সেবা কর্মকর্তা এসএম হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন  প্রধান অতিথি হিসেবে  স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় এমপি  বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমেদ এমপি, বিশেষ অতিথি হিসেবে  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা,  উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন সিরাজ,  মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, ধামরাই থানা অফিসার ইনর্চাজ মোঃ হারুনর রশীদ,  সহকারী কমিশনার ভুমি মোঃ আমিনুল ইসলাম বুলবুল, মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা জাহান,  কুশুরা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুজ্জামান প্রমুখ। আলোচনা সভার শেষে স্থানীয় এমপি বেনজির আহমদ প্রশিক্ষনার্থীদের মাঝে সেলাই মেশিন  বিতরণ করেন।

Loading