রামগড়ে এবার ৪র্থ ধাপে ৬৫টি দুস্থ ভূমিহীন পরিবার পাচ্ছেন আশ্রয়ণের ঘর বাহার উদ্দিন বাহার উদ্দিন রামগড় প্রতিনিধি প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ণ , আগস্ট ৭, ২০২৩ খাগড়াছড়ির রামগড়ে এবার ৬৫ টি দুস্থ ও ভূমিহীন পরিবার পাচ্ছেন আশ্রয়ণ প্রকল্পের ঘর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামি বুধবার(৯ আগষ্ট) ভার্চুয়ালি আনুষ্ঠানিকভাবে এসব ঘর হস্তান্তর করবেন। সোমবার(৭ আগষ্ট) রামগড় উপজেলা নির্বাহি অফিসার(ভারপ্রাপ্ত) মানস চন্দ্র দাশ এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। নির্বাহি কর্মকর্তার অফিস কক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে ইউএনও আরও জানান, ৪র্থ পর্যায়ে দ্বিতীয় ধাপে এ ৬৫টি ঘরের নির্মাণ কাজ ইতোমধ্যে পুরোপুরি সম্পন্ন হয়েছে। এগুলোর মধ্যে রামগড় পৌরসভার হকটিলা নামক এলাকায় ৩৭ টি, রামগড় ইউনিয়নে ২৩ টি ও পাতাছড়া ইউনিয়নে ৫ টি রয়েছে। তিনি আরও জানান, রামগড়ে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ১ম, ২য়, ৩য় ও ৪র্থ পর্যায়ে ১ম ধাপে মোট ৪৭৬ টি ভূমিহীন ও গৃহহীন দুস্থ পরিবারকে দ্বি কক্ষ বিশিষ্ট সেমি পাকা ঘর ও দুই শতক ভূমির দলিল দেয়া হয়। এরমধ্যে রামগড় পৌরসভায় ৫৩, রামগড় ইউনিয়নে ২১৪ পরিবার ও পাতাছড়া ইউনিয়নে ২০৯ টি পরিবার রয়েছে। মুজিববর্ষে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে গৃহহীন অসহায় পরিবারদের মাথাগোঁজার জন্য আশ্রয়ণ প্রকল্পের আওতায় এসব ঘর ও ভূমি দেয়া হচ্ছে। ভারপ্রাপ্ত ইউএনও মানস চন্দ্র দাশ বলেন, আগামি বুধবার(৯ আগষ্ট) সকাল ৯ টায় প্রধানমন্ত্রী ভার্চুয়ালি আনুষ্ঠানিকভাবে সুবিধাভোগী পরিবারগুলোর মাঝে গৃহের চাবি ও ভূমির দলিল হস্তান্তর করবেন। প্রেস ব্রিফিংয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: নজরুল ইসলামও উপস্থিত ছিলেন। শেয়ার খাগড়াছড়ি বিষয়: