ধামরাইয়ে জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ অধ্যক্ষ হয়েছেন তোফাজ্জল হোসেন টিপু নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ , আগস্ট ৬, ২০২৩ জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উপলক্ষে ঢাকার ধামরাই উপজেলায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ হয়েছেন ধামরাই শরীফবাগ আফাজ উদ্দিন কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন টিপু। সেই সাথে আফাজউদ্দীন কলেজ উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে। এছাড়া এই কলেজের শিক্ষার্থী মারিয়া আক্তার, নাঈম হোসেন শ্রেষ্ঠ রোভার স্কাউট, মোঃ সাইদুল ইসলাম শ্রেষ্ঠ রোভার স্কাউট শিক্ষক নির্বাচিত হয়েছেন। বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ও জাতীয় শিক্ষা সপ্তম পুরস্কার বিবরণীতে গত শুক্রবার তাদের এই পুরস্কৃত দেওয়া করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস উদ্যোগে এই পুরস্কার অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার হাই জকির সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজউদ্দিন,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহিন আশরাফী ও শিক্ষক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থী ও শিক্ষক উপস্থিত ছিলেন। শেয়ার সারা দেশ বিষয়: