ধামরাইয়ে শেখ কামালের জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

প্রকাশিত: ১:০৫ অপরাহ্ণ , আগস্ট ৬, ২০২৩

 

ঢাকার ধামরাই উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল গত শনিবার উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রহমান, কুশুরা ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ নুরুজ্জামান, সহকারী কমিশনার (ভুমি) মোঃ আমিনুল ইসলাম বুলবুল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা, সমাজ সেবা কর্মকর্তা মোঃ এস এম হাসান প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল এবং স্কুলের ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষের মাঝে একটি করে বিভিন্ন ফলের গাছের চারা বিতরণ করা হয়।

Loading