রামগড়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপিত

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ , আগস্ট ৫, ২০২৩

খাগড়াছড়ির রামগড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।
শনিবার (৫ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভাঃ) মানস চন্দ্র দাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা  রামগড় থানার ওসি মোঃ মিজানুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আনোয়ার ফারুক, রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী নুরুল হক,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ইলিয়াস,সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা রামেশ্বর চন্দ্র শীল।অনুষ্ঠানে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা আক্তার,কাউন্সিলর কনিকা বড়ুয়াসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

Loading