যদি বন্ধু হও-বিভা ইন্দু নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ , আগস্ট ৫, ২০২৩ বন্ধু মহাকালের যাত্রাপথে সত্যের পূর্ণস্রোতে অবগাহন সুন্দরের জয়রথ — সারথি তোমায় প্রণাম, বিশ্বাস জ্বালা বহন বিষবাষ্প ক্ষরণ—- দূরে থাক বিভীষিকা অনল বন্ধুত্ব বৈভব এক পশলা শ্রাবণ আমৃত্যু কায়ার মোহে— তুমিই মহানুভব ফিরে পেতে চাই সত্যের গৌরব। বন্দনা নিত্য তোমার দ্বারে হে আমার চৈতন্য হে আমার সর্বাঙ্গিন সুন্দর— ফিরে এসো, অশান্ত জলধি পরে কোন এক অমোঘ অন্ধকারে। শেয়ার শিল্প-সাহিত্য বিষয়: