মৌলভীবাজারের মেয়ে লিশার কৃতিত্ব

প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ , আগস্ট ৪, ২০২৩

আহমেদ বকুল :

মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের ছাত্রী শেখ শায়লা আক্তার লিশা অনার্স প্রথম বর্ষে অধ্যয়নরত। ইতিমধ্যে সে দেশের জন্য সুনাম বয়ে এনেছে। জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত শায়লা টিম জিম্বাবুয়ে তে একজন ইয়েস পার্টিসিপেন্ট হিসেবে যোগদান করে।

ইয়েস গার্লস মুভমেন্ট এটি মূলত একচেঞ্জ প্রোগ্রাম। এই প্রোগ্রামে মোট ৬০ জন মেয়ে এশিয়া ও আফ্রিকা থেকে যুক্ত হয়। সিলেট বিভাগ থেকে শায়লা আক্তার লিশা মনোনীত হয়। বাল্যবিবাহ, মাদকের বিরূপ প্রভাব ইত্যাদি বিষয়ে সে টিম জিম্বাবুয়ের হয়ে ট্রেনিং প্রদান করে।

উগান্ডা, রুয়ান্ডা, মালাওয়ী,মাদাগাস্কার, বাংলাদেশ এই পাঁচটি দেশের সমন্বয়ে গঠিত হয় টিম জিম্বাবুয়ে। এসব কার্যক্রমের জন্য টিম জিম্বাবুয়ে Awareness Creation and Advocacy এওয়ার্ড লাভ করে। বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশনের ইয়েস গার্লস মুভমেন্ট ২০২১ এ লিশা ট্রেনিং প্রাপ্ত।

২০২৩ সালে সিলেট বিভাগ থেকে সে ট্রেনিং প্রদানের জন্য টিম জিম্বাবুয়ের হয়ে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সেখানে অবস্থান করে বিজয়ীর বেশে দেশে দেশে ফিরে।
বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশন সিলেট অঞ্চলের কমিশনার বাবলি পুরকায়স্থ তাকে সংবর্ধনা প্রদান করেন।

Loading