ধামরাইয়ে কুশুরা ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে মানুষের ঢল নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ , আগস্ট ৩, ২০২৩ বিএনপি- জামাতের দেশ বিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপরাজনীতির প্রতিবাদে কুশুরা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। গত বুধবার বিকেল ৫ টার দিকে স্থানীয় সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এর নির্দেশনায় এবং কুশুরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুজ্জামানের নেতৃত্বে এই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়।বিক্ষোভ মিছিলটি কুশুরা ইউনিয়ন পরিষদ চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার পরিষদ চত্বরে প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মশিউর রহমান, আওয়ামী লীগের নেতা অজিত কুমার চক্রবর্তী, মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, যুবলীগের নেতা কামরুল ইসলাম, মামুন, সাঈদ খোকন, ইউপি সদস্য সারোয়ার হোসেন বাবু, রুবেল, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি আসাদুজ্জামান রনিসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, বিএনপি- জামাত হলো স্বাধীনতা বিরোধী শক্তি। এ স্বাধীনতা বিরোধী শক্তিকে কখনো মাথা চাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না। শেয়ার সারা দেশ বিষয়: