বেনাপোলে ট্রাক চাপায় স্কুল ছাত্রী আনিকা আক্তার নিহত

প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ণ , আগস্ট ২, ২০২৩

বেনাপোল মেইন সড়কে বড় আঁচড়া মোড়ে ট্রাক চাপায় আনিকা আক্তার শরিফা (১৩) নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে।

বুধবার (০২আগস্ট) সকাল সাড়ে ৯ টায় শার্শা উপজেলার বেনাপোল পৌরসভার চেকপোষ্ট বড়আঁচড়া মোড়ে মেইন সড়কে এ দূর্ঘটনা ঘটে।

নিহত ওই স্কুল ছাত্রী আনিকা বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয় সপ্তম শ্রেণিতে অধ্যায়নরত এবং বড়আঁচড়া গ্রামের ফেরী ব্যবসায়ী মোঃ আলমগীর হোসেনের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান,পন্য ভর্তি একটি ট্রাক ভারতে রপ্তানীর উদেশ্যে বেনাপোল দিয়ে চেকপোস্ট রপ্তানী মাঠে যাচ্ছিল। একইসময় স্কুল ছাত্রী আনিকা বিপরীত দিক থেকে ভ্যানে করে স্কুলে আসছিল। এ সময় ওই ট্রাক সরাসরি ভ্যানকে চাপা দিলে আনিকার কোমড় এর উপর দিয়ে চাকা চলে গেলে স্কুল ছাত্রী ঘটনার স্থলেই নিহত হয়।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর ট্রাক ও চালক কে গ্রেফতার করা হয়েছে। নিহত ছাত্রীর লাশটি ময়না তদন্তের জন্য যশোর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে ৷ নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে তিনি জানান।

Loading