ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের সাথে সিলেট মিডিয়ার সভাপতির মত বিনিময়।।

প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ণ , আগস্ট ১, ২০২৩

সকালে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়ার সাথে সিলেট মিডিয়ার সভাপতি আহমেদ বকুল মত বিনিময় করেন। পরিচালক ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এর সকল কাজ ডিজিটালাইজড হচ্ছে বলে জানান। সর্বপ্রথম পাইলট প্রকল্প হিসেবে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। আহমেদ বকুল হাসপাতালে বিভিন্ন অসংগতির কথা অবহিত করলে পরিচালক বলেন, পর্যায়ক্রমে সকল বিষয় সমাধান হবে। তিনি উল্লেখ করেন,অপারেশনের পরিসংখ্যান আগের তুলনায় অনেক বেড়েছে। আমরা কোন ওটি খালি রাখছি না। রোগীর চাপ প্রচন্ড। সেই তুলনায় যথেষ্ট সীমাবদ্ধতার মধ্যে থেকেও চিকিৎসকরা চিকিৎসা প্রদান করছেন। এ সময় উপস্থিত ছিলেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচাল ডা. সৌমিত্র চক্রবর্তী , সহকারী পরিচালক প্রশাসন আবুল কালাম আজাদ , সহকারী পরিচালক (অর্থভাণ্ডার) ডা. মাহবুবুল আলম, সিনিয়র স্টোর অফিসার ডা. জলিল কায়সার খোকন। সিলেট মিডিয়া র সভাপতি আহমেদ বকুল ওসমানী মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়ার হাতে তাঁর লিখিত গ্রন্থ ‘স্যার ফজলে আবেদ’ তুলে দেন।

Loading