ধামরাইয়ে দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ ও ঘরের দলিল হস্তান্তর

প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ , জুলাই ৩০, ২০২৩

 

ঢাকার ধামরাইয়ে শরীফবাগ গুচ্ছ গ্রামের অসহায় ও দুস্থ দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও গৃহ হীনদের মাঝে ঘরের দলিল হস্তান্তর অনুষ্ঠান শরীফবাগ গুচ্ছগ্রাম প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
আজ রোববার উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকির সভাপতিত্বে গুচ্ছ গ্রামে দুস্থদের ত্রাণ সামগ্রী বিতরণও গৃহহীনদের মাঝে ঘরের দলিল হস্তান্তর করেন প্রধান অতিথি হিসেবে স্থানীয় এমপি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এমপি।
এ সময় উপস্থিত থাকেন,ধামরাই ভূমি কমিশনার ফারজানা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন, উপজেলা পল্লী বিদ্যুতের ডিজিএম ফয়সাল মাহমুদ, দুর্যোগ ব্যবস্থাপনা প্রকল্প কর্মকর্তা মমিনুল হক,প্রকৌশলী মাহবুব আলম ও পৌর কাউন্সিলর সাহেব আলী প্রমুখ। উল্লেখ, দুর্যোগ ব্যবস্থাপনা সহযোগিতায় শুকনো ত্রাণ সামগ্রিক বিতরণ করা হয় অসহায় ও দুস্থ দের মাঝে।

Loading