ধামরাইয়ে কাওয়ালীপাড়া বাজারে ওয়ালটন প্লাজা উদ্বোধন

প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ , জুলাই ২৭, ২০২৩

 

বাংলাদেশের পন্য ওয়ালটন প্রত্যন্ত অঞ্চলে মানুষের ঘরে ঘরে ব্যবহার করবে এমন প্রত্যাশা নিয়ে ঢাকার ধামরাই উপজেলায় নবগ্রাম(কাওয়ালীপাড়া) বাজারে শত শত মানুষের উপস্থিতিতে ওয়ালটন প্লাজা উদ্বোধন করা হয়েছে।

গত বুধবার বিকেলে এ প্লাজার উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন প্রতিষ্ঠানের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হুমায়ুন কবীর, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্রনায়ক আমিন খান, কৌতুক অভিনেতা আবু হেনা রনি, ওয়ালটন প্লাজার চিফ সেলস এক্সিকিউটিভ ওয়াহিদুজ্জামান তানভীর, চীফ ডিভিশনাল অফিসার মীর গোলাম ফারুক, ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার ও আ্যাডিশনাল ডিরেক্টর মো. হাসান তারিক, প্লাজা ম্যানেজার মো. সামসুল ইসলাম, কাওয়ালীপাড়া বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্দ্রজিৎ মল্লিক,
ধামরাই কুশুরা ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান খান,গাঙ্গুটিয়া ইউনিয়ন চেয়ারম্যান কাদের মোল্লা, বালিয়া ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান সাবেক চেয়ারম্যান আহম্মদ আলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

 

 

Loading