ধামরাইয়ে বাটা শো-রুম উদ্বোধন

প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ , জুলাই ২৬, ২০২৩

ঢাকার ধামরাইয়ে পৌর শহর ধামরাই প্লাজায় বাটা শো রুমের উদ্বোধনের মাধ্যমে গতকাল বুধবার যাত্রাশুরু হলো।
বাটা শোরুম উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে ধামরাই পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকগোলাম কবির মোল্লা। এসময় উপস্থিত থাকেন বিশেষ অতিথি হিসেবে ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক শফিক আনোয়ার গুলশান, পৌর কাউন্সিলর মোকসেদ আলী,বাটা রিটেইল ডিরেক্টর সাব্বির আল হারুন, রিটেল ম্যানেজার আরফানুল হক, অপারেশন ম্যানেজার রাগেব চৌধুরী, শো-রুমের ম্যানেজার ইমরান হোসেন ও ধামরাই প্লাজার মালিক তুহিন খানসহ ধামরাই বাটা ফ্যাক্টরির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ, এই প্রথম ধামরাই উপজেলায় ভালোমানের বড় শোরুম উদ্বোধন করা হল। ধামরাই বাটার শোরুমটির উদ্বোধনের ঠিক পরেই ক্রেতারা দোকানে ভিড় শুরু করেন। এই শোরুমটিতে রয়েছে বিপুল জুতার সমাহার, গ্রাহকের কথা মাথায় রেখে শোরুম টিকে সাজানো হয়েছে নানন্দিক রুপে।

Loading