রাউজানে অস্ত্র-গুলি সহ ভণ্ড বৈদ্য গ্রেফতার নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ , জুলাই ১৮, ২০২০ রাউজান থানা পুলিশ অস্ত্র ও গুলিসহ নয় মামলার আসামী এক ভণ্ড বৈদ্যকে গ্রেফতার করেছে।কাজী বখতিয়ার নামের এই ব্যক্তি ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেপায়েত উল্লাহ জানিয়েছেন, আসামী বখতিয়ার রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের মৃত কাজী বজল আহম্মদের পুত্র। তার বিরুদ্ধে দায়ের করা মামলাসমূহের মধ্যে একটিতে ওয়ারেন্ট রয়েছে।তিনি জানান, গত ১৭ জুলাই শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয় হাটহাজারীর নজুমিয়া হাট এলাকা থেকে। গ্রেফতার অভিযানে নোয়াপাড়া ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই মহসিন রেজাসহ একদল পুলিশ অংশগ্রহণ করে। তাদের সহায়তা করেন মদুনাঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা। পুলিশের দাবি, গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে বখতেয়ার জানিয়েছে তার বাড়িতে অস্ত্র ও কার্তুজ লুকানো রয়েছে। এই স্বীকারোক্তি মতে তাকে নিয়ে অভিযান করলে পাওয়া যায় একটি শর্টগান ও একটি এলজিসহ ১০ রাউণ্ড তাজা গুলি। নয় মামলার আসামী বখতিয়ারের বিরুদ্ধে আরো একটি অস্ত্র মামলা আজ রুজু হবে জানানো হয় থানা থেকে। শেয়ার চট্টগ্রাম বিষয়: