নেত্রকোণা-৪ আসন এর উপ-নির্বাচনে নৌকার প্রার্থী সাজ্জাদুল হাসানের মনোনয়নপত্র বৈধ সুস্থির সরকার সুস্থির সরকার বিভাগীয় প্রধান ময়মনসিংহ প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ , জুলাই ২৫, ২০২৩ মদন-মোহনগঞ্জ-খালীয়জুরি উপজেলা নিয়ে গঠিত নেত্রকোণা-৪ সংসদীয় আসন এর উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী সাজ্জাদুল হাসান গতকাল মনোনয়নপত্র দাখিল করেছেন। ২৪ জুলাই দুপুর ১২টায় বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাজ্জাদুল হাসান মনোনয়নপত্র জমা দেন। সেদিন বিকাল ৪ টা পর্যণ্ত আর কোন প্রার্থী মনোনয়পত্র জমা না দেয়ায় তিনিই মনোনয়ন পত্র জমাদানকারী একক প্রার্থী। রিটার্নিং কর্মকর্তা ও ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. বেলায়েত হোসেন সাংবাদিকদের জানান, “মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে একমাত্র আওয়ামী লীগের প্রার্থী সাজ্জাদুল হাসান মনোনয়নপত্র দাখিল করেছেন। তার মনোনয়নপত্র আজ ২৫ জুলাই যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষনা করে ঢাকায় নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। শেয়ার সারা দেশ বিষয়: