শ্রাবণ উচ্ছ্বাসে নদী – বিভা ইন্দু নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ , জুলাই ২৫, ২০২৩ আকাশ আলোক মাথাল তোর মিছে করছিস ভয় বকুল বিছানো কুমারী ঘাস তো আঁধার করেছে জয় পদ্ম পাঁপড়ি গোলাপি আভায় জোছনা পরীর সাজ কাজল চোখেতে নীলাভ চাহনি অবলা শিখির লাজ মেঘের পাহারা ডিঙিয়ে চাঁদনি কবিতা কুঠিরে রাজে শ্রাবণ অনুরাগ সোহাগি নূপুর কুহুর বুকেতে বাজে কলাবতী মেঘ ঘোমটা সরিয়ে মেলে ধরে লাল শাড়ি শ্রাবণ উচ্ছ্বাসে তরবারী খাঁজে ভেসে যায় নদী নারী। শেয়ার শিল্প-সাহিত্য বিষয়: