ধামরাইয়ে বৃক্ষ রোপন কর্মসূচী উদ্বোধন ও গাছের চারা বিতরণ 

প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ , জুলাই ২৪, ২০২৩
এগ্রো সিএসআর  প্রকল্প ২০২৩ এর আওতায়, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি সাভার শাখার উদ্যোগে ও ধামরাই উপজেলার সার্বিক সহযোগিতায়  বৃক্ষরোপন কর্মসূচীর শুভ উদ্বোধন করেন  স্থানীয়   সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।
আজ সোমবার ধামরাই উপজেলা  অডিটোরিয়ামে   উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকির সভাপতিত্বে  বৃক্ষরোপণ কর্মসূচি ও উদ্বোধনী   বক্তব্য রাখেন, প্রধান অতিথি হিসেবে স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা  বেনজির আহমেদ,  বিশেষ অতিথি হিসেবে  পৌর মেয়র ও  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কবির মোল্লা, সাভার ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ম্যানেজার আরিফ হোসেন প্রমুখ।এ সময় ব্যাংক কর্মকর্তা, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা,সাংবাদিক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।পরে প্রধান অতিথি গাছের ছাড়া বিতরণ করেন।

Loading