খাগড়ছড়ির রামগড়ে আশ্রয়ণের সুবিধাভোগী পরিবারের মাঝে ফলদ বৃক্ষ চারা বিতরণ বাহার উদ্দিন বাহার উদ্দিন রামগড় প্রতিনিধি প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ , জুলাই ২৩, ২০২৩ খাগড়াছড়ির রামগড়ে আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগী পরিবারের মাঝে বিনামূল্যে ফলদ বৃক্ষ চারা বিতরণ করা হয়েছে। রোববার(২৩ জুলাই) জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ ফলদ বৃক্ষ চারা বিতরণ করা হয়। রামগড় পৌরসভার ১ নং ওয়ার্ডের হকটিলা নামক এলাকায় আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় নির্মিত গৃহ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে ফলদ বৃক্ষ চারা রোপন করার প্রকল্পের সুবিধাভোগী প্রত্যেক পরিবারের মাঝে চারটি করে ফলদ বৃক্ষ চারা বিতরণ করা হয়। রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি, উপজেলা নির্বাহি অফিসার মমতা আফরিন বৃক্ষ রোপন ও চারা বিতরণ উদ্বোধন করেন। এসময় উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মানস চন্দ্র দাশ, উপজেলা কৃষি কর্মকর্তা মো: মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: নজরুল ইসলাম, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো: আব্দুল হকসহ কৃষি বিভাগের উপসহকারি কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কৃষি কর্মকর্তা জানান, আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগী ৬০ পরিবারের মাঝে এ ফলদ বৃক্ষ চারা বিতরণ করা হয়। এরআগে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরে র্যালি বের করা হয়। শেয়ার খাগড়াছড়ি বিষয়: