ধামরাইয়ে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা কর্মসূচী অনুষ্ঠিত

প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ , জুলাই ১৯, ২০২৩

বিএনপি- জামাতের সন্ত্রাস জঙ্গিবাদ নৈরাজ্য  অপরাজনীতি ও দেশ বিরোধীষড়যন্ত্রের বিরুদ্ধে ঢাকার ধামরাই উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আজ বুধবার শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এর নির্দেশনায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লার নেতৃত্ব ১৬ টি ইউনিয়ন ও পৌরসভা থেকে আওয়ামীলীগের নেতাকর্মীরা  এ কর্মসূচীতে যোগদান করেন।

এসময় বিপুলসংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্য  মোতায়েন ছিল।
আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা টি ঢাকা- আরিচা মহাসড়কে ইসলামপুর বাসষ্ট্যান্ড থেকে শুরু হয়ে ঢুলিভিটা বাসস্ট্যান্ডে শেষ হয়। পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির, ঢাকা জেলা আওয়ামীলীগের সহসভাপতি অধ্যাপক মিজানুর রহমান ও সানোড়া ইউপিচেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টু’ পৌর কাউান্সিলর  মুকছেদ আলী ,গার্নেল যুবলীগের নেতা রোকন ,কামরুল ইসরাম, ছাত্রলীগের সভাপতি জামিল হোসেন ও সাধারণ সম্পাদক মাহবুব সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Loading