আজ ১৪ দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ১২:২০ অপরাহ্ণ , জুলাই ১৯, ২০২৩ আগামী জাতীয় নির্বাচনের আগে ১৪ দলের কর্মকাণ্ডকে আরও গতিশীল করার উদ্যোগ নিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ১৪ দলের নেতাদের সঙ্গে আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করবেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। মঙ্গলবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জানা গেছে, বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি আগামী জাতীয় নির্বাচনের নানা দিক ও জোটের কর্মপরিধি নিয়ে আলোচনা হবে। আগামী নির্বাচনকে সামনে রেখে আন্তর্জাতিক মহলের তৎপরতাসহ যুক্তরাষ্ট্র ও ইইউ প্রতিনিধি দলের সাম্প্রতিক সফরের বিষয়ে নানা আলোচনা হবে এ বৈঠকে। শেয়ার জাতীয় বিষয়: