তাদের উদ্দেশ্য কি নির্বাচিত হওয়া নাকি প্রচার পাওয়া: তথ্যমন্ত্রী নিউজ৭১অনলাইন,ঢাকা নিউজ৭১অনলাইন,ঢাকা প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ , জুলাই ১৭, ২০২৩ ঢাকা-১৭ আসনে সকাল থেকে ভোটার উপস্থিতি কম থাকার বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, উপনির্বাচনে ভোটার উপস্থিতি কমই থাকে। যেসব প্রার্থী বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে প্রার্থী হয়, তাদের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, তাদের উদ্দেশ্য কী নির্বাচিত হওয়া নাকি প্রচার পাওয়া- সেটি একটি প্রশ্ন। সোমবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেছেন একতারা প্রতীকের প্রার্থী কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। তার এ অভিযোগ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, কোনো একজন প্রার্থী বললেই সেটি সঠিক নয়। এটা তদন্ত করতে হবে। তথ্যমন্ত্রী বলেন, কোন একজন প্রার্থী যদি বলে বসেন যে আমার এজেন্ট বের করে দেওয়া হয়েছে, সেটা আসলে সত্য কিনা যাচাই করতে হবে। বললেই তো সেটা সত্য নয়। কোনো কোনো প্রার্থী নির্বাচনে দাঁড়ায় এগুলো বলার জন্য এবং প্রচার পাওয়ার জন্য। এগুলো বললে একটু প্রচার হয়। শেয়ার জাতীয় বিষয়: