ধামরাইয়ে পুলিশ সদস্যদের স্বাস্থ্যসেবায় মেডিকেল ক্যাম্পিং নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ , জুলাই ১৭, ২০২৩ ঢাকা জেলা পুলিশের আয়োজনে ধামরাই থানা এলাকায় কর্মরত সকল পুলিশ সদস্যদের স্বাস্থ্যসেবা নিশ্চিত কারনে মেডিকেল ক্যাম্প করা হয়েছে। গত রোববার সকালের দিকে থানা চত্বরে এ স্বাস্থ্য সেবা ও ঔষধ দেয়া হয়।এ স্বাস্থ্য সেবা দেন জেলা পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ সোহানা মেহজাবিন ও ফার্মাসিস্ট আলাউদ্দিন। এ স্বাস্থ্য সেবা সম্পর্কে ধামরাই থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ উপস্থিত থেকে সাংবাদিকদের বলেন, ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান (পিপিএম) মহোদয়ের সুচিন্তিত বিবেচনায় ঢাকা জেলার সকল পুলিশ অফিসার ও ফোর্সের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে তারই ধারাবাহিকতায় ধামরাই থানা চত্বরে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে পুলিশ অফিসার ও সদস্যদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করনে এ ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। শেয়ার সারা দেশ বিষয়: