সাভারে নানা আয়োজনে পালিত হলো এটিএন বাংলার ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী

প্রকাশিত: ১১:০৯ পূর্বাহ্ণ , জুলাই ১৭, ২০২৩

 

ঢাকার সাভারে গত শনিবার নানা আয়োজনে মধ্য দিয়ে পালিত হলো জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে সাভার উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে বিভিন্ন মানুষের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। র‌্যালিতে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। পরে উপজেলা হলরুমে কেক কেটে ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়। এতে এটিএন বাংলার ঢাকা জেলা প্রতিনিধি শেখ বাশারের সভাপতিত্বে ও গ্লোবাল টিভির সাংবাদিক তোফাসানির সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্যে রাখেন ,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণপ্রতি মন্ত্রী ডা: এনামুর রহমান,সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম,ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফ হোসেন মাসুদ চৌধুরী,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার সুমি,সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা, এনটিভির সিনিয়র স্টাফ করসপনডেন্ট জাহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেহেনা পারভীন, সাংবাদিক বিদ্যুৎ, টিটু, কামরুজ্জামান হিমু, শেখ এ কে আজাদ প্রমখ।বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ সমাজের সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন। এতে প্রতিমন্ত্রীসহ অনুষ্ঠানে আসা লোকজন এটিএন বাংলা বস্তুনিষ্ট সংবাদ প্রকাশ করায় এটিএন বাংলার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

Loading