ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ মুক্তিযুদ্ধ ও গবেষনা বিষয়ক সম্পাদক হলেন আহনাফ হোসেন নিউজ৭১অনলাইন,ঢাকা নিউজ৭১অনলাইন,ঢাকা প্রকাশিত: ৩:৫৮ পূর্বাহ্ণ , জুলাই ১৫, ২০২৩ বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ মুক্তিযুদ্ধ ও গবেষনা বিষয়ক সম্পাদক হলেন নেত্রকোনার পূর্বধলা উপজেলার বাসিন্দা তরুণ ছাত্রনেতা আহনাফ হোসেন। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারন সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক চিঠিতে গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে। আহনাফ হোসেন এর আগেও যোগ্যতার সহিত বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন ও সংরক্ষিত আসন ৩১৮ এর সংসদ সদস্য জাকিয়া পারিভীন খানম মনি দম্পতির সন্তান। এক ভাই এক বোনের মধ্যে তিনি বড়। তার পৈত্রিক নিবাস নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিশকাকুনী ইউনিয়নের ধলা গ্রামে হলেও তিনি ছোট বেলা থেকেই বেড়ে উঠেছেন রাজধানী শহর ঢাকায়। সেখানে তিনি লেখাপড়ার পাশাপাশি পিতা মাতার রাজনীতির হাত ধরে ছাত্র রাজনীতির সাথেও সম্পৃক্ত আছেন। আহনাফ হোসেনের বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের উপ মুক্তিযুদ্ধ ও গবেষনা বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ পুর্বধলা উপজেলা শাখার পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। পুর্বধলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন এক প্রতিক্রিয়া বলেন, পুর্বধলা উপজেলার সন্তান আহনাফ হোসেনের বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ পাওয়ায় পুর্বধলা উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আহনাফ হোসেন তার প্রতিক্রিয়া তাকে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ মুক্তিযুদ্ধ ও গবেষনা বিষয়ক সম্পাদক নির্বাচিত করায় দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পদকের প্রতি কৃজ্ঞতা জানান। তিনি আরও বলেন, এর মাধ্যমে তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের নির্দেশনা অনুযায়ী কাজ করে যাবেন। শেয়ার অন্যান্য বিষয়: