আনোয়ারায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত মোহাম্মদ নুরুল কবির মোহাম্মদ নুরুল কবির প্রকাশিত: ১১:১২ অপরাহ্ণ , জুলাই ১৩, ২০২৩ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার উপকূলীয় পূর্ব গহিরায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) উপজেলার রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরা গ্রামস্থ পূর্ব গহিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামাজিক মানবিক সেচ্ছাসেবী সংগঠন পূর্ব গহিরা ফাউন্ডেশনের উদ্যোগে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং রায়পুর ইউপি চেয়ারম্যান ও রায়পুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আমিন শরীফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব গহিরা শাহ্ আব্দুল মালেক আল কুতুবী জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আব্দুশ শুক্কুর আল মালেকি, উপদেষ্টা মোঃ বজল করিম, মোঃ হাঃ মোজাম্মেল, মোঃ হাসান, মোঃ ইদ্রীস, মোঃ কাশেম, মোঃ হেফাজ, মোঃ আব্দু রহিম। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন, পূর্ব গহিরা ফাউন্ডেশনের সভাপতি হাফেজ মোঃ ওয়াহিদুল আলম, সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান সিফাত,সহ-সভাপতি মিজান আত্তারী, সহ-সভাপতি মোঃ রায়হান মিজান, সহ-সভাপতি মোঃ মাঈন উদ্দীন মনির, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহেদুল ইসলাম সিয়াম, প্রচার সম্পাদক মোঃ আনছার উদ্দীন আজাদ, অর্থ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম বিপ্লব, দপ্তর সম্পাদক মোঃ হাশেম, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মোঃ নেজাম উদ্দীন প্রমুখ সহ পূর্ব গহিরা ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ। ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, ব্লাড প্রেসার, ব্লাড সুগার, ডায়াবেটিস পরীক্ষা, চর্মরোগ, বাত-ব্যাথা, মা ও শিশু রোগের ২৫০ শতেরও অধিক অসহায়, দরিদ্র মানুষকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। শেয়ার আনোয়ারা উপজেলা বিষয়: