আশুলিয়ায় ২০ কেজি গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ , জুলাই ১৩, ২০২৩

আশুলিয়ায় ২০.৫ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)। এ সময় তাদের কাছ থেকে ১টি মোবাইল ফোন ও নগদ টাকাসহ মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার মো. সজীব মোল্লা (২১) ও মো. ইমরান (২০)।

লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১২ জুলাই) রাতে আশুলিয়া থানাধীন ইউনিক বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে ২০.৫ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে আটক করা হয়।

Loading