রাজধানীতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ চলছে

প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ , জুলাই ১২, ২০২৩

রাজধানীতে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশ চলছে। বিকেল ৩টায় বায়তুল মোকাররম দক্ষিণ গেটে শুরু হয়েছে এ শান্তি সমাবেশ।

তবে এতে অংশ নিতে বেলা ১১টা থেকেই সমাবেশস্থলে জড়ো হন ঢাকা উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

এ সমাবেশ সফল করতে ঢাকা মহানগরের দুই গুরুত্বপূর্ণ ইউনিটের মধ্যে প্রতিনিধি সভাও করেছে। ঢাকার পাশাপাশি সমাবেশে যোগ দিয়েছেন সাভার, আশুলিয়া, কেরানীগঞ্জ ও গাজীপুর আওয়ামী লীগের নেতাকর্মীরাও।

শান্তি সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির কেন্দ্রীয় নেতা এবং সভাপতিমণ্ডলীর সদস্যরা বক্তব্য রাখবেন।

এতে দলের নীতিনির্ধারকরা আগামী নির্বাচনের আগ পর্যন্ত রাজপথে থেকে নৌকার পক্ষে কাজ করতে দলীয় নেতাকর্মীদের দিকনির্দেশনা দেবেন। এছাড়া, নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠান এবং নির্বাচন বানচালের বিরুদ্ধে নেতাকর্মীদের সজাগ থাকার গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা আসতে পারে এ সমাবেশ থেকে।

এদিকে, আওয়ামী লীগের পাশাপাশি রাজধানীতে সমাবেশ করছে বিএনপিও।
বিএনপি সমাবেশ করছে নয়াপল্টনে তাদের দলীয় কার্যালয়ের সামনে। এ সমাবেশ থেকেই সরকার পতনের ‘এক দফা’ ঘোষণা করবে দলটি।

Loading