চন্দনাইশে এবার অস্ত্রসহ ৩ পাহাড়ি সন্ত্রাসী গ্রেফতার নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ , জুলাই ৯, ২০২৩ চন্দনাইশ থানা পুলিশ এবার অস্ত্রসহ ৩ পাহাড়ি সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।গতকাল শনিবার (৮ জুলাই) রাতে উপজেলার দুর্গম পাহাড়ি জনপদ ধোপাছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ড শান্তিরহাট থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ধোপাছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ড শান্তিরহাটে পাহাড়ি সন্ত্রাসীদের অবস্থানের সংবাদ গোপন সূত্রে পেয়ে গতকাল শনিবার রাতে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশদল অভিযান চালায়। এসময় একটি দেশীয় তৈরী একনলা বন্দুক, তিনটি ধামা, গান পাউডার, রশি ও অন্যান্য সরঞ্জামসহ তিন পাহাড়ি সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সন্ত্রাসীরা হলো উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের পশ্চিম ধোপাছড়ির রোয়াংছড়ি এলাকার মৃত সত্যবান ত্রিপুরার ছেলে কিলিরাম ত্রিপুরা (৩৬), আলীকদম এলাকার শিগরাং ত্রিপুরার ছেলে যেহেল ত্রিপুরা (৩৪) এবং নন্দমনিপুরা এলাকার নন্দমনিপুরার ছেলে সুভাষ ত্রিপুরা (২২)। চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, গতকাল শনিবার দুপুরে পাহাড়ি সন্ত্রাসীদের সোর্স মো. আনোয়ারকে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্রসহ দোহাজারী পৌরসভার পাহাড়ি জনপদ হাতিয়াখোলা ঘিলাছড়ি থেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ওইদিন রাতেই তার দেয়া তথ্য এবং অন্যান্য তথ্যের ভিত্তিতে দুর্গম পাহাড়ি জনপদ ধোপাছড়ি ইউনিয়নের শান্তিরহাটে অভিযান চালিয়ে একইভাবে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্রসহ ৩ পাহাড়ি সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে চন্দনাইশ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয় বলে জানান তিনি। শেয়ার চট্টগ্রাম বিষয়: