দিনাজপুর নাট্য সমিতির মঞ্চে আবার আসছে “ক্যাপ্টেন হুররা” মোহাম্মদ মানিক হোসেন মোহাম্মদ মানিক হোসেন প্রকাশিত: ১২:৩৯ পূর্বাহ্ণ , জুলাই ৯, ২০২৩ দীর্ঘ ৪৬ বছর পর দিনাজপুর নাট্য সমিতি ” ক্যাপ্টেন হুররা ” আবারো মঞ্চে আসছেন নতুন রূপে ও নতুন সাজে। যে “ক্যাপ্টেন হুররা”কে নবরূপী দিনাজপুরের তথা উত্তর বঙ্গের প্রথিতযশা নাট্যকার, নাট্য নির্দেশক প্রয়াত শাহজাহান শাহ আপন মহিমায় সাজিয়েছিলেন। “ক্যাপ্টেন হুররা”কে দিনাজপুর নাট্য সমিতির নাট্যাধ্যক্ষ জীবন্ত কিংবদন্তী ২০১৫ সালের বাংলাদেশ শিল্পকলা একাডেমির “শিল্পকলা পদক” প্রাপ্ত নাট্য ব্যক্তিত্ব সর্বজন শ্রদ্ধেয় কাজী বোরহান উদ্দিন। এই নাটকের মধ্য দিয়ে ও গুনিজনের হাত ধরে ১৯৭৭ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যোৎসবে দিনাজপুর নাট্যসমিতি “এ” গ্রেডের নাট্যদল হিসেবে স্বীকৃতি দেয়। সেই “ক্যাপ্টেন হুররা” দীর্ঘ বিরতির পর আবারো মঞ্চে আসছেন এযুগের নব নাট্যচিন্তক ও উদীয়মান নাট্য প্রতিভা দিনাজপুর নাট্য সমিতির অন্যতম নাট্য নির্দেশক নয়ন বার্টেল। যিনি “ক্যাপ্টেন হুররা” নাটকের উল্লিখিত পূর্বজ নির্দেশক শ্রদ্ধেয় প্রয়াত শাহজাহান শাহ ও জনাব কাজী বোরহান উদ্দিনের নাট্যশিষ্য ও উত্তরসুরি। ৮ জুলাই ২০২৩ শনিবার সন্ধ্যা ৭টায় নাট্য সমিতির মিলনায়তনে হয়ে গেল নাটকটির শুভ মহরত। মহরতে উপস্থিত ছিলেন সে কালের ক্যাপ্টেন ও এই নাটকের নির্দেশক, জীবন্ত কিংবদন্তী কাজী বোরহান, অভিনেতা সামসুল আলম ও নাট্য সমিতির সভাপতি চিত্ত ঘোষ। শুভ মহরতে এ নাটকের নির্দেশক নয়ন বার্টেল অভিনয় শিল্পীদের নাম ঘোষনা করেন। এ নাটকে অভিনয়ে দেখা যাবে হারুন-উর রশীদ, শশাংক সাহা বাবুন, সেখ ছগীর আহমেদ কমল, মলি মসলেহা, তারিকুজ্জামান তারেক, তরিকুল আলম, অমিত দাস, অভি চক্রবর্তি, টংক নাথ, চন্দন সরকার নয়ন। ” ক্যাপ্টেন হুররা ” নাটকটি বর্তমান সময়েও বড়ই প্রাসঙ্গিক । সেজন্য জনপ্রিয় নির্দেশক নয়ন বার্টেল নাটকটি তার গুরুদের উৎসর্গ করে নব নাট্যায়নে সময় উপযোগী করে মঞ্চায়িত করতে চান। তিনি আগামী আগষ্ট এর শেষে নাটকটি মঞ্চে আনবেন বলে জানিয়েছেন। শেয়ার সারা দেশ বিষয়: