ধামরাইয়ে আওয়ামী লীগের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ , জুলাই ৮, ২০২৩

 

ঢাকার ধামরাই আওয়ামীলীগের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান আজ শনিবার ধামরাই ঈদগা মাঠে অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম কবির মোল্লা সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্যে রাখেন, প্রধান অতিথিহিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্হানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ, বিশেষ অতিথি হিসেবে ঢাকা জেলা আওয়ামীলীগের সহ সভাপতি শওকত হোসেন শাহীন, সাবেক সহ সভাপতি আবুল কাশেম রতন,সাবেক কৃষি বিষয়ক সম্পাদক শফিক আনোয়ার গুলশান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুম খান,উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, সোহানা জেসমিন যুবলীগের নেতা রোকন,কামরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি জামিল হোসেন প্রমুখ।এই অনুষ্ঠানে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বেনজির আহমদ এমপি বলেন, ৫ বছরে ধামরাইয়ে ৫০ বছরের উন্নয়ন হয়েছে মনে করি, এর আগে অন্য কোন সরকার এতো উন্নয়ন হয়নি ।দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। বিশ্বে উন্নয়নের রোড মডেল বাংলাদেশ।আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করে দেশের উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নিতে সকলের প্রতি আহবান জানান।তাই আপনারা অবশ্যই নৌকা মার্কায় ভোট দিলে দেশের উন্নয়নে ধারা অব্যাহত থাকবে।

 

Loading