ঢাকা জেলা সিভিল সার্জন উদ্যোগে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে র্যালী ও লিফলেট বিতরণ নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ণ , জুলাই ৭, ২০২৩ ‘বাড়ি ও বাড়ির চারপাশ মশামুক্ত রাখি ডেঙ্গু চিকুনগুনিয়া প্রতিরোধ করি, এই স্লোগান সামনে রেখে ঢাকা জেলা সিভিল সার্জন অফিস উদ্যোগে গত ৬ জুলাই বৃহস্পতিবার ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধি করার জন্য ঢাকা শহরের আজিমপুর এলাকায় র্যালী লিফলেট বিতরণের আয়োজন করা হয়। এতে নেতৃত্বে দেন ঢাকা জেলার সুযোগ্য সিভিল সার্জন ডাঃ আবুল ফজল মোঃ সাহাবুদ্দিন খান। এ সময় ডেপুটি সিভিল সার্জন ডাঃ ইয়াসমিন নাহার, মেডিকেল অফিসার ডা: নূরেন মুবাশশিরা প্রভা, ডা: ঝুমানা আশরাফী সুইটি,স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ মহসিন মিয়া, স্বাস্থ্য তও্বাবধায়ক আসাদুজ্জামান পান্না সহ কর্মকর্তা কর্মচারী অংশগ্রহণ করেন। এই র্যালীতে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও মানুষকে জ্বর হলে আতঙ্কিত না হয়ে ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য হাসপাতালে যাওয়ার জন্য অনুরোধ জানান শেয়ার সারা দেশ বিষয়: