নিজ অর্থায়নে প্রায় ৫০ লক্ষ্য টাকা খরচ করে রাস্তা করে দৃষ্টান্ত সৃষ্টি করলেন কানাডা প্রবাসী আতাউর রহমান খাঁন

প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ , জুলাই ৬, ২০২৩

শরীয়তপুর প্রতিনিধি:- শরীয়তপুরের সদর উপজেলার বিনোদনপুর ইউনিয়নের সুবেদার কান্দি গ্রামে পিতা ফিরোজ খানের সন্তান আতাউর রহমান খাঁন। দীর্ঘদিন যাবদ কানাডায় স্যাটেল তিনি। কিন্তু ভুলে যায়নি নিজের শেকড়। শেকড়ের টানে তিনি ফিরে আসেন নিজ গ্রামে। মানবতার টানে ঝাপিয়ে পড়েন অসহায় মানুষ গুলোর পাশে। বিপদে আপদে এলাকাবাসীর পরম আস্থা জেনো এই সমাজসেবী। যদিও তিনি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয় বলেই জানা যায়। বিপদে আপদে সব সময় মানুষের পাশে থাকার দৃষ্টান্তকে আরো জেনো ফুটিয়ে তুললেন এবার। প্রায় ৪০ টা ভুক্তভোগী পরিবারের যাতায়াতের রাস্তা চরম ভাঙা এবং কাঁচা রাস্তা ছিলো এর আগে। এবার তিনি প্রায় ১০০০ ফুট দৈর্ঘ্য এবং ১০ ফুট প্রস্থ বিশিষ্ট এক রাস্তা করে দিলেন নিজ অর্থায়নে। প্রায় ৪০ টির ও বেশি পরিবার এতে সুন্দর ভাবে চলাচল করতে এবং উপভোগ করতে পারবে। বৃহস্পতিবার রাস্তা উদ্বোধনেও জেনো এলাকাবাসীর হৃদয় উজাড় করা আনন্দ বয়ে যায়। উচ্ছ্বসিত জনতার আনন্দ ছুঁয়ে গেছে আতাউর রহমানের হৃদয়েও। তিনি জানান, “এলাকাবাসীর এই আনন্দই তার পরম প্রাপ্তি। এলাকাবাসীর হাসি ছাড়া আর কিছুই চাওয়ার নেই তার।

Loading