যতটুকু অপরাধ করবে ততটুকু শাস্তি পেতে হবে নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ১:৫০ অপরাহ্ণ , জুলাই ৬, ২০২৩ প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, যে যতটুকু অপরাধ করবে তার ঠিক ততটুকু শাস্তি পেতে হবে। তা যদি আমরা নিশ্চিত করতে না পারি তাহলে আইনের শাসন, গণতন্ত্র কিছুই প্রতিষ্ঠা হবে না। বুধবার বিকালে মুন্সিগঞ্জ আদালত প্রাঙ্গনে ন্যায়কুঞ্জের ভিক্তি প্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। প্রধান বিচারপতি বলেন, বিচার ব্যবস্থা ফেইল করলে গণতন্ত্র ফেইল করবে আর গণতন্ত্র ফেইল করলে রাষ্ট্র ফেইল করবে। এ কারণে বিচার ব্যবস্থা সমুন্নত রাখতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। পরে কেক কেটে মুন্সিগঞ্জ জেলা আইনজীবী সমিতির ১৭৮তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। জেলা আইনজীবী সমিতির সভাপতি জাকারিয়া মোল্লার সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোঃ গোলাস রাব্বানী, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মোঃ মশিয়ার রহমান, আপীল বিভাগের রেজিস্ট্রার মোঃ সাইফুর রহমান, প্রধান বিচারপতি একান্ত সচিব মোঃ আরিফুর ইসলাম, মুন্সীগঞ্জ সিনিয়র ও জেলা দায়রা জজ কাজী আব্দুল হান্নান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া রহমান, নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারকের ফায়জুন্নেছা, জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন। শেয়ার সারা দেশ বিষয়: