নকশীকাঁথার উৎসবে – বিভা ইন্দু নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ , জুলাই ৪, ২০২৩ শ্রাবণ নীলের শরৎ সুখ ধবল মেঘের সারি রঙধনু রঙে সবুজ প্রেম কে দিয়েছে আড়ি! মাছরাঙার ওই চক্ষু স্থির জুঁই কামিনীর হাসি নকশীকাঁথা”উৎসবে যাই চাঁদের রূপ পিয়াসী পোয়াতি ঢেউ কর্ণফুলীর জ্যোৎস্না পাড়ায় ধুম প্রেম পারিজাত বুলবুলির নেইতো চোখের ঘুম নকশি বুনট দাওয়ায় একা রূপাইটা দূর গাঁয়। এক্কাদোক্কা পাশা’র আসরে বিরহ নিয়েছে ঠাঁই। ০৪/০৬/২০২৩ শেয়ার শিল্প-সাহিত্য বিষয়: