ধামরাইয়ের চারশত বছরের  উপমহাদেশ খ্যাত যশোমাধবের উল্টো রথযাত্রা সমাপ্তি

প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ , জুন ২৮, ২০২৩

ধামরাইয়ের উপমহাদেশ খ্যাত চারশত বছরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী যশোমাধবের  উল্টো রথযাত্রা আজ বুধবার অনুষ্ঠিত হয়েছে।
যশোমাধব দেবের মন্দির ও রথ উৎসব কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব:) জীবন কানাই দাস এর সভাপতিত্বে ও উক্ত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নন্দ গোপাল সেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের  স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এমপি।

এসময় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ধামরাইয়ের ঐতিহাসিক রথযাত্রা উৎসবের কথা আগে শুনেছি আজ লাখো ভক্তের উপস্থিতিতে রথযাত্রা উৎসব দেখে আমি অভিভূত,খুব ভালো লাগছে। আওয়ামী লীগ সরকারের আমলে সবাই ভালো আছেন এর প্রমাণ দুর্গা পূজা আগে যে পরিমাণ হতো বর্তমানে দুর্গা পূজা পূজা মন্ডপ তিন গুন বেড়েছে। দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। বিশ্বে উন্নয়নের রোড মডেল বাংলাদেশ।আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করে দেশের উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নিতে সকলের প্রতি আহবান জানান।
এঅনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্হানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ,ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান পিপিএম (বার), ধামরাই পৌরসভার মেয়র  গোলাম কবির মোল্লা, উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকি, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন ও ভাইস চেয়ারম্যান  সিরাজ উদ্দিন সিরাজ প্রমুখ।
লাখো ভক্তের উপস্থিতিতে বিকেল সাড়ে পাঁচটায় দিকে উল্টো রথটানা শুরু হয়।

Loading