ধামরাইয়ে উপজেলা প্রশাসন পার্ক ও খেলার মাঠের উদ্বোধন নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ , জুন ২৭, ২০২৩ ঢাকার ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের দেপাশাই গ্রামে উপজেলা প্রশাসন পার্ক ও বড়পাড়া খেলার মাঠের উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় এমপি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ। আজ মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই দেশ এগিয়ে চলছে। তবু ও কিছু লোক বলবে দেশে কোন উন্নয়ন হয়নি। তাদের বলবো ধামরাই উপজেলায় যে পরিমাণ উন্নয়ন হয়েছে যা দেশ স্বাধীন হওয়ার পর একমাত্র শেখ হাসিনা সরকারের আমলেই সম্ভব হয়েছে। দেশে আরও উন্নয়ন হবে শেখ হাসিনার মাধ্যমেই তাই আপনারা আবারও নৌকায় ভোট দিন দেশের উন্নয়নে অংশীদার হোন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার, সোমভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওলাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সামছুল হক, সোমভাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মোত্তালিব হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল রফিক প্রমুখ। শেয়ার সারা দেশ বিষয়: