ফুড এন্ড বেভারেজ প্রোডাকশন এন্ড এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট এর অষ্টম ব্যাচের অনুষ্ঠান সম্পন্ন নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ , জুন ২৬, ২০২৩ আহমেদ বকুল , সিলেট ব্যুরো প্রধান: প্রশিক্ষণ মানুষের আত্মশক্তি বাড়ায়। প্রশিক্ষণের মাধ্যমে গড়ে ওঠে দক্ষ জনশক্তি। মেয়েরা প্রশিক্ষণের মাধ্যমে নিজ নিজ দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জনশক্তিতে পরিণত হবে। তবে শুধুমাত্র প্রশিক্ষণ গ্রহণ করলেই চলবে না । প্রশিক্ষণ শেষে এর চর্চা অব্যাহত রাখতে হবে। নিজস্ব বলয় থেকে প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা এক একজন উদ্যোক্তা হয়ে উঠবে। বিনির্মাণ করবে সুন্দর আগামী। ফুড এন্ড বেভারেজ প্রোডাকশন এন্ড এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট এর অষ্টম ব্যাচের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী একথা বলেন। বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতায় এস ই আই পি প্রজেক্টের অধীনে বাংলাদেশ উইম্যান্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সার্বিক তত্ত্বাবধানে-টনি খান হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের মাধ্যমে রান্নাবান্না ব্যবসা পরিচালনা করা ইত্যাদির ব্যাপারে তিন মাসের ৬০ দিনব্যাপী এই কোর্সে অংশগ্রহণ করে অর্ধশতাধিক ছাত্রী। প্রতি ব্যাচে ২৫ জন করে অংশ নেয়। পরীক্ষা এসোসর হিসেবে ছিলেন মীলা মঞ্জুষা। অনুষ্ঠানের বক্তব্য রাখেন, বি ডব্লিউ সিসি আই এর প্রতিনিধি নুরুন নাহার বেবী, টনিখান ইনস্টিটিউট এর পরিচালক ও অধ্যক্ষ হেলাল উদ্দিন আহমদ,ইন্সটিটিউট এর পরিচালক ও জিএম তামিম বিন ইমদাদ। পরীক্ষায় উত্তীর্ণ আশি শতাংশ অংশগ্রহণকারী ছাত্রীদের মধ্যে সনদ প্রদান করা হয়। উল্লেখ্য মেয়র আরিফের শেষ কর্ম দিবসে এটি শেষ অনুষ্ঠান ছিল। শেয়ার সারা দেশ বিষয়: