ধামরাইয়ে বৃক্ষরোপণ সপ্তাহে ১৬টি ইউপিতে ফলজ গাছের চারা বিতরণ শুরু নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ , জুন ১৪, ২০২৩ ঢাকার ধামরাইয়ে বৃক্ষরোপণ সপ্তাহ উপলক্ষে উপজেলার ১৬টি ইউপিতে পর্যায়ে ক্রমে ২৪ হাজার দেশীয় ফলজ গাছের চারা বিতরণ শুরু হয়েছে । এতে পর্যায়ে ক্রমে গাছের চারা বিতরণ করেন প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ বেনজির আহমেদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকি, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম কবির মোল্লা, উপজেলার ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, সুতিপাড়া ইউপি চেয়ারম্যান রমিজুর রহমান রোমা, আমতা ইউপি চেয়ারম্যান আরিফ হোসেন, সানোড়া ইউপি চেয়ারম্যান খালেদ মাসুদ লাল্টু ও নান্নার ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন সহ আরো অনেকে। শেয়ার সারা দেশ বিষয়: