নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে, সন্তুষ্টি বোধ করছি নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ , জুন ১২, ২০২৩ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, বিচ্ছিন্ন ঘটনা ছাড়া খুলনা ও বরিশাল সিটি করপোরেশন এবং কক্সবাজার পৌরসভার নির্বাচনের ভোট শান্তিপূর্ণ হয়েছে। আমারা সন্তুষ্টি বোধ করছি। সোমবার (১২ জুন) ভোটগ্রহণ শেষে বিকেল পৌনে ৫টায় নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সিইসি বলেন, ‘পরিবেশ শান্তিপূর্ণ ছিল। রক্তাক্ত ব্যাপার আপেক্ষিক। হাতপাখার প্রার্থী উনি কি ইন্তেকাল করেছেন? আমরা শুনেছি হাতপাখার প্রার্থীকে পেছন থেকে একজন ঘুষি মেরেছে।’ তিনি বলেন, ‘আমরা ঘটনা জানার পর সঙ্গে সঙ্গে যোগাযোগ করেছি। কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন পরবর্তী সহিংসতা সামলাতে আমাদের প্রস্তুতি আছে।’ এর আগে খুলনা ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচন আজ সকাল থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে। খুলনায় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও বরিশালে হাতপাখার প্রার্থীর ওপর হামলা করার অভিযোগ ওঠে। শেয়ার জাতীয় বিষয়: