“নারী আসক্তি” – শিমুল কান্তি দে

প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ , মে ৩০, ২০২৩
ওহে নারী! ভাঙিওনা পুরুষের হাড়ি,
খুলিলে মুখ, হয়ে যাবে বাড়াবাড়ি।
পরিয়াছ শাড়ি, শুনিবে ঝাড়ি
আজীবন কাটাইবে ঐ পুরুষের বাড়ি।
তোমার বাবা- ভাই ঐ পুরুষই হয়,
তাহাদের স্ত্রী, মানে-
তোমার মা, বৌদি কত জন হয়?
আমার নিষ্পাপ মন শুধু জানিবার চায়।
পিতার স্নেহে হইয়া লালিত পালিত
স্বামীর বাড়িতেও হও প্রতিপালিত।
পুরুষের খাইয়া, পুরুষের পরিয়া
তাহাদের শুনাও তুমি কথা কত শত।
আপনার চরকায় তেল দিবে যত
ভাল থাকিবে তুমি অতিশয় তত।
ব্লগ লিংকঃ কবিতাটি ব্লগে পড়ুনঃ

Loading