সেরা সঞ্চয় – ইন্দু বিভা নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ , মে ২৫, ২০২৩ হাত কাঁপছে বোধিবৃক্ষে আগুন তচনচ সবুজ সুন্দর স্বপ্নগুলো দমের চাবিতে যত্নবাহুল্য যদি বেঁচে যাই! বিয়োগের হিসাবে দ্রুত যোগ হচ্ছে শোক কষ্ট যন্ত্রণা কেউ আগে কেউ পরে অনিয়ম অবহেলার চরম দায় আমিও হয়তো নেবো বিদায়! সময়ের বেহিসাব উশৃঙ্খলতায় অসম ধৈর্যের বাঁধ ভেঙে দিলে, কিছু উন্মাদ। দলাদলি,বলাবলির উসিলায় ক্রোধান্ধ,আহাম্মক চেয়ে দেখ্ সর্বনাশা মৃত্যু কে ঠেকায়! করোনা!সে কিসের ভয়? লাভ,লোভ,উপভোগ মহামারী সম্ভোগ। প্রশ্নের ওপর প্রশ্ন জমা হয় লাশের মিছিল দীর্ঘতর দৈবযোগে কেউ কেউ বেঁচে যাবে নিশ্চয়ই। ঈদের উচ্ছ্বাস? নির্মমতার অতৃপ্ত দীর্ঘশ্বাস আগল ভেঙে উড়ে যাবে পাখি আহা!ঘোরাঘুরি,উল্লাস তুচ্ছ অবহেলায় প্রাণঘাতি করোনা মোকাবেলায় উপহার আসছে– প্রিয়জন,স্বজনের লাশ। স্বজন বিয়োগ, বিশাল এ ক্ষতি গৃহাবর্তেই নিরাপদ গতি (উপায়) তবুও যেন,মানুষ বেঁচে রয় ক্রান্তিকালে, সুকঠিন ত্যাগই হোক– আগামী পৃথিবীর সর্বোচ্চ সঞ্চয়। ২৪/০৫/২০২০ শেয়ার শিল্প-সাহিত্য বিষয়: