ধামরাইয়ে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত: ১২:২৩ অপরাহ্ণ , মে ২৩, ২০২৩

 

ঢাকার ধামরাইয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে ধামরাই উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামীলীগসহ অঙ্গসংগঠনের উদ্যোগে গত সোমবার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লার নেতৃত্ব একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি পৌরসভা চত্বর থেকে শুরু হয়ে যাত্রাবাড়ী মাঠে এসে শেষ হয়। পরে যাত্রাবাড়ী মাঠের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা,যুগ্ম সাধারণ সম্পাদক চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টু, পৌর কাউন্সিলর শহীদুল্লাহ, গার্নেল, যুবলীগের নেতা কামরুজ্জামান, ছাত্রলীগের সভাপতি জামিল ও সাধারণ সম্পাদক মাহবুব প্রমুখ।

 

Loading