সাভারে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষ, দোকানপাট ভাংচুর

প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ , মে ১৬, ২০২৩

তুচ্ছ ঘটনায় সাভারের খাগান এলাকায় সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সাথে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছে বলে জানা গেছে। প্রাথমিকভাবে আহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

মঙ্গলবার বেলা ১২ টার দিকে বিরুলিয়ার খাগান কাজল গার্মেন্টস রোডের দুই পাশে দোকানে ও বাড়িগুলোতে দেশীয় অস্ত্রসহ লাঠিসোটা নিয়ে হামলা চালায় শিক্ষার্থীরা।

এতে প্রায় ৫০টিরো বেশি দোকান ও কয়েকটি বাড়ি ভাঙচুর করে শিক্ষার্থীরা।

ভুক্তভোগীরা জানায়, হঠাৎ করে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী কাজল গার্মেন্টস রোড দিয়ে দোকানপাট ভাঙতে ভাঙতে এগিয়ে আসে এবং একপর্যায়ে বাসাবাড়িতে হামলা চালায় ।

সিটি ইউনিভার্সিটির রেজিস্টার প্রফেসর মীর আক্তার হোসেন সাংবাদিকদের বলেন, বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) দীপক চন্দ্র সাহা জানায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসীর ভেতর একটু ভুল বোঝাবুঝি হওয়ায় সেটাকে কেন্দ্র করে একটি সংঘর্ষের মত সৃষ্টি হয়েছিলো। পরবর্তীতে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে ।

Loading